Dr. Neem on Daraz
Victory Day

হবিগঞ্জে দু‍‍’পক্ষের সংঘর্ষে নিহত ১


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৫:১৯ পিএম
হবিগঞ্জে দু‍‍’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি (সংগৃহীত)

হবিগঞ্জঃ জেলায় দু'পক্ষের সংঘর্ষে ইউনুছ আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বানিয়াচং উপজেলার পকুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পকুড়া গ্রামের মারত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মারত আলী ও মন্নর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে মৎস্য সমিতির টাকা ভাগাভাগি করা নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারত আলীর ছেলে ইউনুস আলী নিহত হন। এছাড়া সংঘর্ষে ওই গ্রামের মোস্তফা মিয়া, মিনারা বেগম, মাজেদ মিয়া, ইমন মিয়া, মারত আলীসহ অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে